ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


আ’লীগ ইসলামী ভাবধারায় পরীক্ষিত দল: আমু


১০ ডিসেম্বর ২০১৮ ০২:৫৬

ফাইল ফটো

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগকেই ইসলামী ভাবধারায় পরীক্ষিত দল বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।

আজ রোববার দুপুরে ঝালকাঠিতে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

ঝালকাঠিতে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভায় আমির হোসেন আমু বলেন,বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মীয় কাজে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়েছে।

তাই পরীক্ষিত দল ও পরীক্ষিত মানুষ হিসেবে আসন্ন নির্বাচনে বিবেক বোধে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমু ।

শহরের একটি কমিউনিটি সেন্টারে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ জেলার ইমাম ও মুয়াজ্জিনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।