ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ আটক-২


৯ ডিসেম্বর ২০১৮ ০১:২৪

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার রাত ৮ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নুরউদ্দিন হোসেন(২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি।

অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া পাকা রাস্তা পাশ থেকে বরকত আলী(৪৭)নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ বোতল ফেন্সিডিল ৬ বোতল বিহার ও ১ বোতল ভারতীয় মদ সহ তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে মাদকসহ দুই জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল র্পোট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।