ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বেনাপোলে পিস্তল ও গুলি আটক


৬ ডিসেম্বর ২০১৮ ০৫:৩০

যশোরের বেনাপোল সীমারাত থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে একজন অস্ত্র পাচারকারী ভারত থেকে অস্ত্র নিয়ে ঘিবা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে ঘিবা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে ৩ নং ঘিবা মাঠ নামক স্থান দিয়ে একজন অজ্ঞাত লোক ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাকে ধাওয়া করলে সে একটি কালো রং এর পলিব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে টহল দল পলিব্যাগটির ভেতর থেকে একটি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে।

আটককৃত অস্ত্র এবং গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।