ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


মাগুরায় গ্রাম পুলিশের বিশ্রামাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন


৬ ডিসেম্বর ২০১৮ ০২:৩৩

মাগুরা সদর থানা চত্বরে বুধবার সকালে গ্রাম পুলিশদের জন্য বিশ্রামাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।