ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে বিএনপি প্রার্থীর উঠান বৈঠকে পুলিশের বাঁধা


৪ ডিসেম্বর ২০১৮ ০৫:৩৫

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকারের উঠান বৈঠকে পুলিশ বাঁধা দিয়েছে বলে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন।

সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজিত উঠান বৈঠকে বাঁধা দেয় পুলিশ।

তবে পুলিশের দাবি, আচরনবিধি লঙ্ঘণ করে প্রচার-প্রচারণা করায় তারা নিষেধ করেছেন ।

জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি থেকে তিন জনকে মনোনয়ন দেন দলটি।

ওই তিন জনের মধ্যে অ্যাড. তৈমুর আলম খন্দকার এক জন। সোমবার দুপুরে কাঞ্চন বাজার এলাকায় উঠান বৈঠকের আয়োজন করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, অ্যাড. তৈমুর আলম খন্দকার।

খবর পেয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে উঠান বৈঠকে বাঁধা দিয়ে চলে যান।

কাঞ্চন পৌর শ্রমিক দলের সভাপতি মিয়া মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর যুবদলের সভাপতি তারিকুল ইসলাম বিপুল, জেলা ওলামা দলের সভাপতি শামসুর রহমান থান বেনু, রূপগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন, থানা শ্রমিক দলের সভাপতি ইদ্রীস আলী, থানা যুব দল নেতা সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা কবির মোল্লা, ডেবিট রোমান, মুকুল, শীমূল, বাদল, রাজীব, আনোয়ার, রুহুল আমিন, সোহেল মাহমুদ, সুমন, আবু মেম্বার, শহিদুল্লাহ, মিজান, জয়নাল আবেদন প্রমূখ।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম বলেন, নির্বাচনি আচরনবিধি লঙ্ঘণ করে প্রচার প্রচারণা করায় নিষেধ করা হয়েছে।

এছাড়া প্রার্থীরা যাতে নিয়মনীতি মেনে নির্বাচনী কার্যক্রম চালান সে ব্যপারেও সতর্ক করা হয়।