রূপগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা কিন্ডারগার্টেনের শিক্ষা উন্নয়ন সমিতির অধীনে ১’শ ১১ টি কিন্ডারগার্টেন স্কুলের প্লে থেকে ৪র্থ শ্রেণীর ২১০২ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টা থেকে উপজেলার ৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারন মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গিয়ে পিতলগঞ্জে আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল পরিক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
কিন্ডারগার্টেনের শিক্ষা উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক মনিরুল হক ভুঁইয়া জানান, ২য় বারের মতো উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা তালিকা নির্ণয়ে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলার ১’শ ১১টি কিন্ডারগার্টেনের ২১০২ জন শিক্ষার্থী বরপা হাজী নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়, বরপা প্রাথমিক বিদ্যালয়, পিতলগঞ্জে আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল, ভোলাব গণবাংলা উচ্চ বিদ্যালয়, গোলাকান্দাইলে মজিবুর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়, মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, কায়েতপাড়া সুফিয়া খাতুন মডেল হাই স্কুল, বেলদি মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিয়েছে।
এমএল