ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


বেনাপোল অগ্রভূলাট সীমান্তে ৩৯৪৫পিস ইয়াবা আটক


৩০ নভেম্বর ২০১৮ ২২:৪৭

বেনাপোল অগ্রভূলাট সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩৯৪৫পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে ।

২৯ নভেম্বর দুপুর ১ টার সময় সীমান্তে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

বিজিবি অগ্রভূলাট ক্যাম্প কমান্ডার জানান,গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট এর একটি চালান নিয়ে অগ্রভূলাট সীমান্তের একটি আম বাগানের ভিতর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার ৩৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএল