ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


পুটখালী সীমান্তে ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্বার


২৯ নভেম্বর ২০১৮ ০০:৪১

বেনাপোলের পুটখালী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ।

আজ ২৮ নভেম্বর সকাল ৭ টার সময় সীমান্ত থেকে এই সব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন ৯৮৯ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাকারবারিরা বড় ধরণের একটি মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে ১৭/৭ এস এর ১৭৪ আর পিলার হতে আনুমানিক ১০০ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেন্সিডিল মজুদ করছে।

এ সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৯৮৯ বোতল ফেন্সিডির উদ্ধার করেন। তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

এমএল