ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


গোপালগঞ্জের চুরির ট্রাক যশোরের বাগআঁচড়ায় উদ্ধার


২৫ নভেম্বর ২০১৮ ০৩:৫৩

গোপালগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক (ঢাকামেট্রো-ড-১১-৪০০২)যশোরের শার্শার বাগআঁচড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ সময় ট্রাক চুরির অপরাধে হেলপার ইব্রাহিম চৌধুরী (২৫) কে আটক করা হয়েছে। সে গোপালগঞ্জের খানার পাড়া গ্রামের ফরহাদ হোসেন চৌধুরির ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এস আই আব্দুর রহিম জানায় ইব্রহিম চৌধুরী গোপালগঞ্জের জিতেন বাবুর ট্রাকে হেলপারের কাজ করত। কয়েকদিন আগে সে ট্রাকটি চুরি করে খুলনায় নিয়ে আসে।

সেখানে সে ট্রাকের কিছু যন্ত্রাংশ বিক্রী করে গত বৃহস্পতিবার রাতে বাগআঁচড়া জোহরা ফিলিং ষ্টেশনে তেল নিতে আসলে গোপালগঞ্জ থানার এস আই অখিল কুমার বিশ্বাসের দেয়া তথ্যমতে বাগআঁচড়া পুলিশ ট্রাকটি জব্দকরার পাশাপাশি ইব্রাহিমকে আটক করে। ঐ রাতেই গোপালগঞ্জ থানা পুলিশ ইব্রাহিমকে নিয়ে যায়।

এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি চুরি মামলা হয়েছে।বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ সুকদেব রায় ট্রাকচুরির বিশয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান আসামীকে গোপালগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি বাগআঁচড়া পুলিশের হেফাজতে রয়েছে ।