ঢাকা বৃহঃস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২


ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


২৩ নভেম্বর ২০১৮ ২২:১৬

ফেনী সদরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। নিহত দুজনকেই ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে।