ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


পুটখালী সীমান্তে ২৯৯ বোতল ফেন্সিডিল জব্দ


১৮ নভেম্বর ২০১৮ ২০:০৩

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২৯৯ বোতল ফেন্সিডিল আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

রোববার ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী গ্রামস্থ উত্তর পাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

২১ ব্যাটালিয়ন বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ জানান, প্রতিদিনের মত আজ ভোর রাতে পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় ২৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।