ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


রাজশাহীতে ইয়াবাসহ নারী আটক


১৭ নভেম্বর ২০১৮ ২৩:৩৯

রাজশাহীতে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রহিমা বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর উপকণ্ঠ বসড়ি এলাকা থেকে তাকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আটক করে। রহিমা নগরীর গুড়িপাড়া মহল্লার মিনারুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ। এলাকার নদীর ধারে একটি বাড়ি থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রহিমাকে আটক করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য দুই লাখ ১০ হাজার টাকা। তিনি দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানায় পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিমা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএ