ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ঝিনাইদহে বাসচাপায় মাদ্রাসা ছাত্র নিহত


১২ নভেম্বর ২০১৮ ০৪:০৫

ঝিনাইদহ শহরের আরাপপুরে বাস চাপায় বিপ্লব হোসেন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রোববার রাত ৯ টার দিকে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব হোসেন শহরের মর্ডাণ মোড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। সে আরাপপুর দারুল উলুম কারীমিয়া কওমীয়া মাদ্রাসার জামায়াত খানার ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বিপ্লব মাদ্রাস থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় শহরের বাস টার্মিনাল এলাকা থেকে আরাপপুরগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএ