ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


শার্শায় ইয়াবাসহ আটক ১


৭ নভেম্বর ২০১৮ ০২:৩২

যশোরের শার্শা উপজেলার নাভারন হাইওয়ে পুলিশ ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুল আজিজ (৪৮)। তিনি ঝিনাইদহ জেলার গয়েশপুর কোর্টপাড়া গ্রামের মৃত হাজের আলীর ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) বেলা ৩টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ-পুরাতন বাজারে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় যশোর থেকে বেনাপোল অভিমুখে ছেড়ে আসা একটি বাস তল্লাশী করার সময় বাস থেকে নেমে একজন সন্দেহভাজন লোক রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় তাকে দেখে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানায় মাদক আইনে একটি মামলা দিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল আজিজকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএ