রূপগঞ্জে দুই বোনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুই বোনকে লাঠিপেটা ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। এসময় এক বোনকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার সকালে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত পারুল আক্তারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার আজাহার, বাদশা, মনু মিয়া ও মাসুদ মিয়ারে সঙ্গে পারুল আক্তারের পরিবারের বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। রোববার সকালে আজাহার, বাদশা, মনু মিয়া ও মাসুদ মিয়াসহ তাদের লোকজন পারুলদের বাড়িতে হামলা করে। এসময় পারুলকে লাঠিপেটা করে আহত করা হয়। পারুলকে বাঁচাতে তার বোন পিংকি আক্তার এগিয়ে আসলে হামলাকারীরা তাকে লাঠিপেটা ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় পারুল আক্তারকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।