ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় গৃহবধুর মৃত্যু


৪ নভেম্বর ২০১৮ ০৪:৫০

ফাইল ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় গুরত্বর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম, নুরজাহান বেগম (৪৫)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামের মোমিন মোল্যার স্ত্রী।

শনিবার দুপুরে কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বহরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মো: খলিলুর রহমান খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধু নুরজাহান বেগম বেশ কিছুদিন যাবৎ মাথার সমস্যায় ভুগছিলেন। কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনটি খোর্দ্দরামদিয়া এলাকায় পৌছালে নুরজাহান বেগম ট্রেন লাইনের পাশেই দাড়িয়ে ছিল। ট্রেনের ধাক্কা লেগে পড়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।