ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


পুলিশ বেষ্টনীর মধ্যে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন পালন


১ নভেম্বর ২০১৮ ০০:১২

ফাইল ফটো

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

বুধবার (৩১ অক্টোবর) ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে সমবেত হলে পুলিশ সদস্যরা কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। পুলিশি বেষ্টনীর মধ্যেই বিক্ষোভ প্রদর্শন করে মানববন্ধন পালন করেন নেতাকর্মীরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এসময় জেলা, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, তাঁতীদল, মহিলা দলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।