ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ মেলার উদ্বোধন


৩০ অক্টোবর ২০১৮ ২১:৩৩

ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

দিনব্যাপি মেলার উদ্বোধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জাদান, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মকবুল হোসেন।


বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, আমাদেরকে এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

এসএমএন