ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০


২৮ অক্টোবর ২০১৮ ০২:১০

মাগুরায় শনিবার (২৭ অক্টোবর) সকালে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার আমুড়িয়া গ্রামে দু’দল গ্রামবাসীর সংসঘর্ষে আলম মোল্লা নামে (৩৮) একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

নিহত আলম মোল্লা আমুড়িয়া উত্তর পাড়ার তোজার মোল্লার ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় শতাধিক বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬ জনকে আটক করেছে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আমুড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম টিপু মিয়া ও সোহেল রানার নেতৃত্বে দুইদল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে একটি নারী ঘটিত বিষয় নিয়ে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের হামলায় টিপু গ্রুপের আলম মোল্লা (৩৫) নামে এক যুবকসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদেও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আলম মোল্লাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ একাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করা হয়েছে।

আহতদের মধ্যে জাফর (৩০), সিকিম(২০) ও মফিজ (৩২)কে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সংর্ঘষ পরবর্ততে প্রতিপক্ষের হামলায় শতাধিক বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।

এমএ