ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ


২৭ অক্টোবর ২০১৮ ১৭:৪৯

বেনাপোল সীমান্তে পাচারের সময় ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । তবে এসময় কোন পাচারকারী আটক হয়নি।

শনিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ি ইটভাটার পাশ থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এই মাদক দ্রব জব্দ করে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছে গোপন খবর ছিল বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে। পরে পাচারকারীদের ধাওয়া করলে তারা মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় বস্তার মধ্য থেকে ৬৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। জব্দকৃত মাদক দ্রব্য যশোর হেড কোয়ার্টারে পাঠানো হবে।

অপরদিকে, পুটখালি সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

এনএমএন