ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬


২৫ অক্টোবর ২০১৮ ০৩:৩৬

গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টহল দল বুধবার বিকেল ৩টায় যশোরের চৌগাছা বাজারে অভিযান চালিয়ে এক ওষধের দোকান থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজার মুল্য ১৮ হাজার টাকা। ঐ সময় ঔষধের দোকানদার আশরাফুজ্জামান বাবু(৩৯)কে গ্রেফতার করা হয়।

আটক আশরাফুজ্জামান বাবু চৌগাছা গ্রামের আসাদুর রহমান বিশ্বাসের ছেলে। দীর্ঘ দিন যাবৎ ঔষধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িত বলে র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ছুরোত আলম জানিয়েছেন।

অপর দিকে আর এক অভিযানে যশোরের মনিরামপুর গ্রাম থেকে ৬০০ গ্রাম গাঁজা সহ রুস্তম আলী মোড়ল(২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

আটক রুস্তম প্রতাপকাঠি গ্রামের আফজাল মোড়লের ছেলে।