ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


গফরগাঁও পৌরশহরে প্রবাসীর বাসায় চুরি


১০ জুলাই ২০২৩ ২০:৫৭

ছবি সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের সৌদি প্রবাসী মাজাহারুল ইসলামের ভাড়াটিয়া বাসাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরের দল কৌশলে বাসায় তালা খুলে ঘরে প্রবেশ করে নগদ টাকা, ব্যাংকের চেকবইসহ প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণলংকার ও রুপা চুরি করে নিয়ে যায়।

ঈদের আগে সোমবার দিন থেকে গত শনিবার বিকেল পর্যন্ত যে কোনো সময় গফরগাঁও পৌরশহরের ৮নং ওয়ার্ডে শিলাসীর মাজার রোডস্থ এলাকায় মোশারফ হোসেনের ৪ তলা বাড়ির ৪র্থ তলা বাসায় এ দুঃসাহসিক চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রবাসী স্ত্রী শারমিন আক্তার গনমাধ্যমকে জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ২৬ জুন, সোমবার দিন বিকেলে বাসা হতে আমার ছেলে ও মেয়েকে নিয়ে সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামস্থ বাড়িতে যাই। বাসা থেকে বাহির হওয়ার সময় ঘরের দরজা জানালা বন্ধ এবং বাইরের দরজা ভালো করিয়া তালাবদ্ধ করে যাই।

পরবর্তীতে ঈদ পালন শেষে পুনরায় গত শনিবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় বাসায় ফিরে বাইরের দরজা তালা খুলে বাসাতে প্রবেশ করি দেখি যে বাসায় জামা কাপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। তখন বাসা মালিকের লোকজনকে নিয়ে ভিতরে প্রবেশ করে দেখি কে বা কাহারা আমার ঘরে অজ্ঞাতসারে কৌশলে তালা খুলে বাসায় ভেতরে প্রবেশ করে এবং ঘরের ওয়ারড্রফেতে থাকা নগদ আড়াই লাখ টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, আড়াই ভরি রুপার অলংকার ও ব্যাংকের চেকবই সহ প্রয়োজনীয় কাগজপত্র লুটে নেয়। ঘরের আসবাবপত্র, জামা-কাপড় ওলট পালট করে অজ্ঞাতনামা চোর বা চোরের দল বাসায় সবকিছু লুট করে পালিয়ে যায়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুলিশ চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত রেখেছে।