যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন।
এর আগে সন্ধ্যার দিকে সদর উপজেলার লেবুতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইমরান (২৭), ফাহিমা খাতুন (৬০), খাদিজা (৬), তার দুই জমজ সন্তান হাসান (২) ও হোসেন (২) এবং অজ্ঞাত পরিচয় একজন।
আহতরা হলেন- নিহত তিন শিশুর মা সোনিয়া (৪৫), নয়ন হোসেন (৩৫) ও ফাহিমা (৬ মাস)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এ সময় সেই পথে যাওয়া আরও একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ইজিবাইকের ৪ যাত্রী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এছাড়া আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে আরও একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। এদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। উদ্ধার কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে