ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ফয়জুল করীমের ওপর হামলাকারী আটক


১৩ জুন ২০২৩ ০৭:০২

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় স্বপন নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে, তার রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা জানা যায়নি।

সোমবার (১২ জুন) রাতে হামলাকারীকে আটক করা হয় বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তবে, এ ঘটনায় এখনও প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি বল জানান ওসি আনোয়ার হোসেন।

এর আগে, সোমবার (১২ জুন) দুপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ করেছেন এই মেয়রপ্রার্থী।

পরে তার ওপর হামলাকারীদের আটকের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।