ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বোরহানউদ্দিনে রফিজলের দুটি পা নেই কষ্টে কাটছে জীবন


১৭ মে ২০২৩ ২৩:১০

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লেংড়ার বাজার নামক স্থানে মোফাজ্জল হোসেনের ছেলে রফিজল (৫০) এর দুটি পা নেই। লেংড়ার বাজার নামক স্থানে চায়ের দোকান করে চলে তার কষ্টের জীবন।

২০০৩ সালে বিরল রোগে আক্রান্ত হয়ে তার দুটি পা কেটে ফেলতে হয়। তার পর থেকেই অভাবের সংসার তার।

লেংড়ার বাজার নামক স্থানে চায়ের দোকান করে চলে তার অভাবের সংসার। নেই তার কোন বসত ঘর। দোকানেই তার বসবাস।

তবে প্রধানমন্ত্রীর দেওয়া একটি ঘর উপহার পেলে মাথা গোজার ঠাই হবে তার এমনটি জানান অসহায় রফিজল।