ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ভোলায় আ'লীগ নেতার মায়ের মৃত্যুর খবর শুনে ছুটে গেলেন ড.শান্ত


১০ মে ২০২৩ ১৮:৪০

ভোলা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সদর উপজেলা শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন এর মমতাময়ী মা জাহানারা বেগম (পারুল) এর মৃত্যুর সংবাদ শুনে তার বাসায় ছুটে যায় বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেশবরেণ্য অর্থনীতিবিদ ও ভোলা ২ আসন এ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ড.আশিকুর রহমান শান্ত।

মঙ্গলবার (৯মে) বিকেলে ভোলা শহরের শিবপুর ইউনিয়ন এ চেয়ারম্যান জসিম উদ্দিন এর নিজ বাড়িতে গিয়ে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ড.আশিকুর রহমান শান্ত।

এ সময় যুবলীগ ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ (৯ মে )সকাল ১০টার সময় পরোপারে পারি জমান ভোলার শিবপুর ইউনিয়নের জসিম চেয়ারম্যান এর মা।