ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


৯ মে ২০২৩ ০৩:৪৯

বান্দরবানের রোয়াংছড়িতে অজ্ঞাতনামা তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।

উভয়পক্ষের গোলাগুলির মধ্যে তিনজন নিহত হতে পারে বলে ধারণা করছেন পুলিশ।

এদিকে বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মরদেহগুলো রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ করেছে। শিগগিরই বিস্তারিত জানা যাবে।