মহাসড়কের পাশে ৪ যুবকের গুলিবিদ্ধ লাশ

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়লগঞ্জের পাঁচুরিয়া এলাকা থেকে চার যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ২টি পিস্তল ও ১টি মাইক্রোবাস জব্দ। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মহাসড়কের পাশে গুলিবিদ্ধ ও মাথা থেঁতলানো চারটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ৪ জনেরই মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। এ কারণে তাদের চেহারা চেনা যাচ্ছে না।
পুলিশের এই কর্মকর্তার ধারণা, সন্ত্রাসীদের দুটি পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
এসএমএন