ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


বেনাপোলে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত


২০ অক্টোবর ২০১৮ ১৮:২৩

শনিবার (২০ অক্টোবর) সকালে যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া বটতলা নামক স্থান থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আবু বাক্কার (৪০)। নিহত আবু বাক্কার বেনাপোলের দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় ওই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।

পুলিশ জানায়, ভোর রাতের দিকে কে বার কারা লাশের চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে যায় সে বিষয় নিশ্চত হওয়া যায়নি। নিহত আবু বাক্কার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ছোটআঁচড়া-বড়আঁচড়া সড়কের বটতলা নামক স্থান থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর লাশ দেখতে এসে একজন লাশ সনাক্ত করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আইএমটি