ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে


২৮ মার্চ ২০২৩ ২০:১০

রাজধানীর বাটা সিগন্যালে কম্পিউটার সিটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় ৯ তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আইকে