ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের হিফজ সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


২৬ মার্চ ২০২৩ ০৪:১৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিয়া হোসাইনিয়া আরাবিয়া পূর্বাচল মাদ্রাসার শিক্ষার্থীদের হিফজ সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ মার্চ) শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘপাড়া এলাকায় জামিয়া হোসাইনিয়া আরাবিয়া পূর্বাচল মাদ্রাসার উদ্যোগে এ হিফস সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নুরনবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্য়কারী সদস্য মোহাম্মদ আনছর আলী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা নুরুজ্জামান, আমিনুল ইসলাম, ফরহাদ মিয়া,ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম মামুন প্রমুখ।