ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


রাজবাড়ীতে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ৩


১৯ অক্টোবর ২০১৮ ২১:৫৭

ছবি সংগৃহীত

রাজবাড়ীতে ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। েএ ঘটনায় আহত হছে আরো অন্তত নয়জন। শুক্রবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) ও তুলশী বরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২০)।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হোসেন বলেন, নিহত ও আহতরা সবাই মধুখালীর আশাপুরের রাজ্জাক খান জুট মিলের শ্রমিক। জুট মিলের কাজ শেষে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। গাড়িটি জামালপুরের সোলাকুড়া রেলগেট ক্রস করার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান এবং আহত হন নয়জন।

তিনি আরো বলেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের সবার বাড়ি বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া ও তুলশী বরাট গ্রামে।

আরকেএইচ