ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিক নিহত


১৬ মার্চ ২০২৩ ০৬:২৭

ঢাকার সাভারে একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার দরগার পাড় এলাকায় আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পয়ঃনিষ্কাশনকর্মী মিঠু (২২), আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানার শ্রমিক মোহাম্মদ আলী ও রাকিব।

সাভার ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিখোঁজ হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

তারা সেপটিক ট্যাংকে আটকে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আইকে