ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


সাংবাদিক এবিএম মূসার স্ত্রী সেতারা মূসার মৃত্যু


১৫ মার্চ ২০২৩ ০৪:১৮

প্রখ্যাত সাংবাদিক এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের ‘সহযোগী সম্পাদক’ লোটন একরাম।

সেতারা মূসা পথিকৃত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা। কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন।

মঙ্গলবার বাদ এশা মোহাম্মদপুর ইকবাল রোড মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বুধবার বাদ জোহর ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্বামী এবিএম মূসার কবরের পাশে তাকে দাফন করা হবে।

আইকে