জাটকা ধরার দায়ে ১৭ জেলে গ্রেপ্তার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে ১৭ জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় ৭১ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) চাঁদপুর সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. কামরুজ্জামান জানান, জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে সোমবার (১২ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীতে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ।
তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১৭ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও আটক করা জাটকা ইলিশ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
আইকে