ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ধানক্ষেতে অজ্ঞাত নারী


১৮ অক্টোবর ২০১৮ ২৩:২৩

ঝিনাইদহে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের মাঠ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, নৃসিংহপুর গ্রামের মাঠের একটি ধানক্ষেতের পাশে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুবৃর্ত্তরা অন্য কোথায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে বলে ধারনা পুলিশের। ১৮-২০ বছর বয়সী বিবাহিত ওই নারীর শরীরে বিভিন্ন স্থান আঘাতের চিহ্ন আছে।

এসএসএন