ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত


৪ মার্চ ২০২৩ ১১:১৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রফিক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রফিক ক্যাম্প-১৯ ব্লক-এ/৯ এর দিল মোহাম্মদের ছেলে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে উখিয়ার ক্যাম্প-১৯ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমদ।

নিহতের পরিবারের বরাত দিয়ে এএসপি ফারুক আহমদ জানান, মুখে কালো কাপড় বাধা ১০-১৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা শুক্রবার দুপুর দেড়টার দিকে ক্যাম্প-১৯ এলাকার রোহিঙ্গা রফিককে তার নিজ ব্লক থেকে তুলে নিয়ে যায়। প্রথমে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান রফিক।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

আইকে