ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


পদ্মায় গোসলে নেমে তরুণের মৃত্যু


৪ মার্চ ২০২৩ ০৪:৪৮

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সোহাইল (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি নগরীর সিঅ্যান্ডবির মোড় এলাকার গোলাম আযমের ছেলে।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে নগরীর পাঠানপাড়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, ‘রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুক্রবার থেকে স্থানীয় পর্যায়ে ইজতেমা শুরু হলে সেখানে সোহাইল অংশ নিয়েছিলেন। এ সময় ঈদগাহ মাঠ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান সোহাইল।’

ওবাইদুল হক আরও বলেন, ‘কিছুক্ষণ পর সোহাইল পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

আইকে