দিঘীনালা সেনানিবাসে জাগ্রত-২০ এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাগ্রত-২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইউনিটের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ভোজের আয়োজন করে দিঘীনালা সেনানিবাস।
বুধবার (১৭ অক্টোবর) দিঘীনালা জোনের ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রীতিভোজে অংশগ্রহণ করেন খাগড়াছড়ির ২০৩ ব্রিগেড কমান্ডার বিএ ৩৭৮৭ ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, ডিজিএফআই ডেট খাগড়াছড়ি শাখা, বিএ-৪৬৩৯, কর্ণেল মো. মাহবুব রহমান সিদ্দিকী।
বিজিবি সেক্টর কমান্ডার বিএ ৪৪২১ কর্ণেল গাজী মোহাম্মাদ সাজ্জাদ জাগ্রত-২০ এর সৃতি কথা, ঐতিহ্য, সাফল্যমণ্ডিত, অভিযানিক কার্যক্রম চলমান কার্যক্রম, সংবাদমাধ্যমে জাগ্রত-২০ শের চিত্র ও জাগ্রত-২০ এর যাবতীয় অ্যালব্যাম, পরিদর্শন করেন।
পরে দুপুর ২টায় রিজিয়নের সকল ইউনিট অধিনায়ক, দিঘীনালা উপজেলা চেয়ারম্যান, ইউএনও, হেডম্যান ও উপজেলা ভাইসচেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিক এই প্রীতিভোজে অংশগ্রহণ করেন।