ঢাকা বৃহঃস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২


বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ


২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫২

সিলেটের ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটছে বলে জানা গেছে।

সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

মাইজগাঁও রেল স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, রেলওয়ে শ্রমিকদের পাঠানো হয়েছে।

তবে কখন উদ্ধার কাজ শেষ হবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

আইকে