ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে


২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টম কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে বিমানবন্দরের ১৭ নম্বর বে’ এর পাশে পার্কিংরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশী করার সময় বিজি ১২২ ফ্লাইটের টয়লেটের মিররের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দুটি দন্ড বস্তুর মধ্যে ৪০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

আইকে