ফড়িং মিডিয়ার উদ্যোগে মহান ভাষা দিবস পালন

"আন্তর্জাতিক ভাষা দিবস" উপলক্ষে গতকাল ২১শে ফেব্রুয়ারি মগবাজার, চৌরাস্তা রাজ্জাক প্লাজায় জাঁকজমকপূর্ণ ভাবে "সেমিনার ও আলোচনা সভা" পালন করলো দেশের অন্যতম "টেলিভিশন প্রেজেন্টেশন, আর.জে এবং বিমান কেবিন ক্রু" প্রশিক্ষন একাডেমি "ফড়িং মিডিয়া একাডেমি"।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সি.ই.ও মোহাম্মদ আলীমুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন শামস গ্রুপের মহাব্যবস্থাপক এনামুল হক, চ্যানেল আই এর সাংবাদিক জাহিদুল ইসলাম জাদু, বাংলাদেশ বিমান(সাবেক) এবং ইউ.এস বাংলার নভোএয়ারের ক্রু এহসান হক, বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক আজাহারুল ইসলাম রনি, রেডিও ধ্বনি এর আর.জে আরিয়ান নীল সহ প্রমুখ। এছাড়াও দেশের মিডিয়া ও চ্যানেলগুলোর গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের হেড অফ একাডেমি ইশিকা জাহান ও ব্যবস্থাপক পরিচালক গোলাম কিবরিয়া তাদের বক্তব্যে নিজেদের বর্তমান স্বকীয়তা বজায় রেখে, একাডেমির গুনগতমান আরো সমৃদ্ধ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
প্রসঙ্গতঃ একাধিক প্রশাখা নিয়ে বর্তমানে দেশের একমাত্র প্রশিক্ষন কেন্দ্র ফড়িং মিডিয়া একাডেমি তাদের গুনগতমান অক্ষুন্ন রেখে সেবা দিয়ে আসছে।