ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ


৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩০

নেত্রকোণায় ৩১ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবির অধীনস্থ খারনৈই বিওপি হতে ১৫ সদস্যের একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক ২টার সময় কিছু সংখ্যক লোক ভারত থেকে গাইট মাথায় করে মেইন পিলার ১১৭৭ এর নিকট দিয়ে ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৬নং খারনৈই ইউনিয়নের গোপালবাড়ী নামক এলাকায় প্রবেশ করে।

বিজিপি টহল দল তাদেরকে দেখতে পেয়ে চ্যালেন্জ করলে তারা মাথার গাইট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

এ সময় ৫৯০পিস শাড়ী ও ৫৮ পিস লেহেঙ্গা পাওয়া যায়,যার বাজার মূল্য ১০ লাখ ৭০হাজার টাকা।

পরে জব্দকৃত মালামাল গুলো কাস্টম অফিসে জমা রাখা হয়েছে।