ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


গোপালগঞ্জ থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ


২৩ জানুয়ারী ২০২৩ ০৪:৪৯

গোপালগঞ্জে এক মাদ্রাসার ছাত্র ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গোপালগঞ্চ সদর থানায় ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে ১টি জিডি করা হয়েছে। জিডি নম্বর ৭১৪।

নিখোঁজ মাদ্রাসা ছাত্র গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাইফুল ইসলাম ও মুক্তা বেগমের ছেলে।

ওই ছাত্রের নাম মাহামুদ ইসলাম। বয়স ১৪। সে গত ১৩ জানুয়ারি গোপালগঞ্জ সদর থানাধীন মাঝিগাতি ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে নিখোঁজ হয়।

কোনো সহৃদয়বান ব্যক্তি মাদ্রাসা ছাত্র মাহামুদ ইসলামের সন্ধান পেলে তার পিতা সাইফুল ইসলামকে জানাতে আকুল আবেদন জানিয়েছেন।

মাহামুদের পিতার মোবাইল নম্বর ০১৭৫২ ৪১৭৯৫৩।