ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


সিলেটে নুরের বিরুদ্ধে থানায় এজাহার


১০ জানুয়ারী ২০২৩ ০২:৩৫

রাষ্ট্র ও ধর্মদ্রোহীতার অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেটে এজাহার দাখিল করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সাধারণ সম্পাদক ইমন আহমদ সিলেট কোতয়ালী থানায় বাদী হয়ে এজাহারটি দাখিল করেন।

এজাহারে ইমন আহমদ উল্লেখ করেছেন, নুর রাজনীতির নামে দল করে দেশেরবাইরে গিয়ে রাষ্ট্র, সরকার ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। সম্প্রতি দুবাইয়ে গিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা 'মোসাদ' এর এজেন্ট মেন্দি এন সাফদির সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের গোপন আলোচনা ও পরামর্শ করেছেন। তাদের ছবি ও স্বীকারোক্তিমূলক কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নুর ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে প্রকৃতপক্ষে রাষ্ট্র, সরকার ও ধর্মের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির চক্রান্তে লিপ্ত।’

ইমন আহমদ গণমাধ্যমকে জানান, তিনি দেশপ্রেম থেকে নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছেন।

এদিকে কতোয়ালী থানার পরিদর্শক মো. আবুল কাহের বলেন, সরকারের অনুমতি ছাড়া এ ধরনের মামলা হয় না। রাষ্ট্রদ্রোহের মামলা রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্রের অনুমতি ছাড়া ব্যক্তি বিশেষ করতে পারেন না। রাষ্ট্রের অনুমতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আইকে