ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বৃহস্পতিবার


২৯ ডিসেম্বর ২০২২ ০৯:২৩

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে সারাদেশে আনন্দ শোভাযাত্রার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হবে। এ ছাড়া ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি ইউনিট সুবিধাজনক সময়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করবে বলেও জানা গেছে।

এর আগে, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় উত্তরার দিয়াবাড়ি মাঠে ফলক উন্মোচনের মধ্য দিয়ে মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে মাত্র ১৭ মিনিটে যাত্রা করেন তিনি।

আইকে