ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মোহনপুরে ট্রাকের ধাক্কায় পিতার সামনে ছেলের মৃত্যু


২৯ ডিসেম্বর ২০২২ ০৩:১৫

প্রতিকি

রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপর হাটরা মোড়ে ট্রাকের ধাক্কায় আসাদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়ছে। এঘটনার নিহতের বাবা তজের আলী আহত হন। তাদের বাড়ি রায়ঘাটী ইউনিয়নের খিদ্রহাটরা গ্রামে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আসাদুল এবং তার বাবা তজের আলী কামার পাড়ার দিকে যাওয়ার জন্য অটো রিক্সায় মহাসড়কে উঠতেই বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে এদুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের চালক কঠোর ভাবে হার্ড ব্রেক কষে নিয়ন্ত্রণের চেষ্টা করলে ট্রাকটি উল্টে যায় এবং চালকও আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। বুধবার দুপুরে নিহত আসাদুলের মৃতদেহ দাফন করা হয়েছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ জানান, পরিবারের অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।