ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


বিএনপি নেতা রবিউল আলম গ্রেফতার


২৭ ডিসেম্বর ২০২২ ২৩:১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত এগারোটার দিকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানা পুলিশ জানায়, শেখ রবিউল আলমের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। কলাবাগান থানায় ২০২১ সালের এক ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, শেখ রবিউল আলম পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্টে ইস্যু করেছিল বলেও জানায় কলাবাগান থানা পুলিশ।

আইকে