চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল ২ জনের

নড়াইলে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বীরগ্রামে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকাল ৯টায় নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের মধ্যে একজন হলেন-আসাদুল শেখ (৩৬)। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক মাসে বীরগ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি হয়েছে। এসব ঘটনার পর থেকে দুই গ্রামের লোকজন চোর ধরতে নিয়মিত পাহারা দিত। রোববার রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে কয়েকজনকে দেখতে পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন বীরগ্রামের রেবো বিশ্বাস। তার চিৎকার শুনে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া করে।
ধাওয়ায় ৩-৪ জন পালিয়ে যায়। এ সময় চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত একজনকে ধরে গণপিটুনি দেয় লোকজন। এরপর নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর ও দক্ষিণ পাশে তাদের মৃত অবস্থায় ফেলে রেখে যায়।
স্থানীয় কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস জানান, বীরগ্রামসহ আশপাশের গ্রামে দিনে ফেরিওয়ালা সেজে কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করতে আসে চোর চক্রের লোকজন। তারা খোঁজখবর নিয়ে রাতে চুরি করে। চুরি বেড়ে যাওয়ায় গ্রামের লোকজন পাহারা রাতে দেওয়া শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
আইকে