ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ধামরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে,নিহত-২


২৪ ডিসেম্বর ২০২২ ২০:১৩

ঢাকার ধামরাইয়ের যাত্রীসেবা নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছে ২ জন। এ সময় আহত হয়েছে প্রায় ১২ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বালিথা-বাথুলী বাসস্ট্যান্ডে পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সোবহান মির্জার ছেলে মোঃ আব্দুল বাতেন(৪৫) ও ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকার শাহজাহান এর মেয়ে মুক্তা আক্তার (৩১)। আর আহতরা উপজেলা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, মানিকগঞ্জ থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা যাত্রীসেবা বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা-বাথুলী বাসস্ট্যান্ডে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। কিন্তু খাদের গভীরতা বেশি হওয়ায় হাইওয়ে পুলিশের রেকার দিয়ে তুলা সম্ভব হয়নি। পরে আজ আমাদের ঢাকা সদর দপ্তর থেকে রেকার এনে বাসটি তুলতে সক্ষম হই। এ সময় বাসের নিচে চাপা পরা দুইটি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রায় মোট ১০-১২ জনের মতো আহত হয়েছেন। নিহতদের মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশের এসআই গোলাম মোস্তফা এর কাছে হস্তান্তর করা হয়েছে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, মরদেহ উদ্ধার করে আনা হয়েছে,এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মুক্তা'র মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাতেন এর পরিবারের কেউ এখনো আসেনি।